সীতাকুণ্ডে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙা জাহাজ থেকে সংগ্রহ করা তেলের একটি ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে ফৌজদারহাটের আবদুলাহ ঘাট এলাকায় বিদ্যুৎ অফিসের পাশে ওই ডিপোতে আগুন লাগার খবর পান তারা।
অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিটের ১২টি গাড়ি সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান। তিনি বলেন, ওই ডিপোতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় ওই ডিপোতে পুরনো জাহাজ ভাঙা শিল্প থেকে পাওয়া তেল মজুদ ও বিক্রি করা হয়। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।