সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এমডির বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সকালে অফিসে আসতে দেরি হওয়ায় সহকর্মীরা লুৎফর রহমানকে ফোন করছিলেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে গ্যাস ফিল্ডস অফিসের ভেতরে তার বাসভবনে যায় কর্মীরা। তারা জানালা দিয়ে ফ্যান থেকে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। বাসার দরজা তখন ভেতর থেকে বন্ধ ছিল। ওই বাসায় লুৎফর একাই থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী থাকেন ঢাকায়।
জৈন্তাপুর থানার ওসি ময়নুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা মনে হলেও ঠিক কীভাবে লুৎফরের মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি। মো. লুৎফর রহমান ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।