সিলেটে ভিজেএফের চাল লুট করেছে জনতা, ডিলারসহ আটক ৬
‘পাচারের অভিযোগ তুলে’ সিলেটের জকিগঞ্জে স্থানীয়রা ট্রাকভরতি সরকারি চাল আটকে ডিলারসহ ছয় জনকে ধরে পুলিশে দিয়েছে; পরে তারা ওই চাল লুট করে নিয়ে গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ বাজারে এ ঘটনা বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।
এ সময় স্থানীয়রা ট্রাকের চালগুলো লুট করে নিয়ে গেছে; পরে কিছু চাল পুলিশ উদ্ধার করেছে।ইউএনও জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ-এর ডিলার খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান সরকারি ১৬ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল ট্রাকে করে সিলেট থেকে কালিগঞ্জ বাজারে নিয়ে আসেন।
“স্থানীয়দের অভিযোগ চালগুলো ডিলাররা অবৈধভাবে বিক্রির জন্য তাদের দোকানে অনলোড করছিলেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে অভিযোগের সত্যতাও পায়।”
ইউএনও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ডিলার খলিলুর রহমান ও আব্দুল মুকিতসহ ছয় জনকে আটক করেছে।“এ সময় স্থানীয় লোকজন ট্রাকে থাকা চাল লুণ্ঠন করে নিয়ে যায়। পরে পুলিশ লুণ্টনকৃত চালের মধ্যে ৫০ বস্তা উদ্ধার করেছে।”