সিলেটে নিরাপত্তা চেয়ে ৫৬ টিভি সাংবাদিকের জিডি
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিলেটে সাদা পোশাকের পুলিশ এক সাংবাদিককে গ্রেফতারের পর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৫৬ জন সাংবাদিক। গতকাল রবিবার দুপুরে ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’, সিলেট-এর পরিচয়ে সিলেট কোকোয়ালি থানায় এ ডিডি করেন তারা।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেট-এর সাধারণ সম্পাদক মনজুর আহমদ বলেন, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিলেট উইমেন্স মেডিকেল কলজ হাসপাতাল এলাকা থেকে অস্ত্রধারী সাদা পোশাকের একদল লোক এসোসিয়েশনের সাবেক সভাপতি ও এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মঈনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়।
মনজুর বলেন, ঘটনার পর থেকে কারা তাকে তুলে নিয়েছে এ বিষয়টি নিশ্চিত হতে সিলেটে কর্মরত টেলিভিশনের সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করে কোনো তথ্য পাননি। তুলে নেওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ জানায়, বুলবুলকে একটি মামলার আসামি হিসেবে কানাইঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মনজুর বলেন, পরিচয় না দিয়ে সাদা পোশাকে গ্রেফতার করার বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সিলেটের একজন জ্যেষ্ঠ সাংবাদিকে এ প্রক্রিয়ায় গ্রেফতারে উদ্বিগ্ন সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা। এ ঘটনার পুনারাবৃত্তির আশঙ্কায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সাংবাদিকরা ভবিষ্যত নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
জিডি করার সময় থানায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, সিলেট-এর সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সাবেক সভাপতি আল আজাদ, মাহবুবুর রহমান রিপন, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, আব্দুল আলিম শাহ, আনিস রহমান, লিটন চৌধুরী, সজল ছত্রী, দেবাশীষ দেবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, সাংবাদিকরা নিরপত্তা চেয়ে জিডি করেছেন। পুলিশ জিডি গ্রহণ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।