সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২, আহত ৭০
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরিয়ার একটি মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। শনিবার রাজধানী দামেস্কর সঙ্গে হোমস প্রদেশকে সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ-র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আল আরাবিয়া ডটনেট জানিয়েছে, জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার দুটি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের ওপর আছড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। দামেস্কের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমুন জানান, ট্যাঙ্কারটির ব্রেক ফেল হওয়ার পর সেটি ইরাকি যাত্রীদের বহনকারী দুটি বড় বাস ও ১৫টি অন্যান্য যানবাহনকে গিয়ে সজোরে আঘাত করে।
এতে ২২ জন নিহত ও আরও ৭০ জন আহত হন বলে জানান তিনি। এসএএনএতে স¤প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দলকে তৎপরতা চালাতে দেখা গেছে। হতাহতদের অধিকাংশই দামেস্কের নিকটবর্তী একটি মাজার জিয়ারত করতে যাওয়া ইরাকি শিয়া তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে। নয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে বহু লোক নিহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হলেও দেশটির ধর্মীয় পবিত্র স্থানগুলোতে মধ্যপ্রাচ্য অঞ্চলের শিয়া তীর্থযাত্রীদের উপস্থিতি অব্যাহত আছে।