সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরাইল
ইসরাইলি সামরিক বাহিনী বুধবার দামেস্কে বিভিন্ন সামরিক অবস্থানে তাদের হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার সিরিয়া থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এ হামলা চালায়। খবর এএফপি’র।
ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী টুইটারে জানায়, ‘আমরা সিরিয়ায় থাকা ইরানি বাহিনীর ইসরাইলে রকেট হামলার জবাবে দামেস্কে ইরানের কুদস বাহিনী ও সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক পরিসরে হামলা চালিয়েছি।’
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোঁড়া ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা’ ঠেকিয়ে দেয়া হয়েছে।