December 21, 2024
জাতীয়

সিরিজ বোমা হামলা মামলায় ঝালকাঠিতে ২ জনের যাবজ্জীবন

দক্ষিণাঞ্চল ডেস্ক

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে জেএমবির বোমা হামলার মামলায় ঝালকাঠিতে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান বুধবার ১৫ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন ঝালকাঠির বিকনা গ্রামের মো. ইউনুস মলি­কের ছেলে মো. জিয়াউর রহমান ও বৈদারাপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ফরিদ হোসেন। একই সঙ্গে আদালত তাদের আরেকটি ধারায় আরও ১০ বছরের কারাদÐ দিয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন।

ওই আদলতের এপিপি আ স ম মোস্তাফিজুর রহমান মনু মামলার নথির বরাতে জানান, ২০০৫ সালের ১৭ অগাস্ট বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা শহরের পাঁচ জায়গায় পরপর পাঁচটি বোমার বিস্ফোরণ হয়। জায়গাগুলো হল ঝালকাঠি জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর, আইনজীবী সমিতির সামনে, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ড।

এ ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ওসি মো. সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আটক হন জিয়াউর রহমান। পরের বছরই গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

এপিপি মনু বলেন, মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজবীবী নাসির উদ্দিন কবীর।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *