December 23, 2024
জাতীয়

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে দলবেঁধে ‘ধর্ষণে’ গ্রেপ্তার ৪

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের বলে পুলিশ জানিয়েছে। আগে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আব্দুল আলীম (২৮) তাড়াশ উপজেলার গোয়ালগ্রামের নজরুল ইসলামের ছেলে, আব্দুস সাত্তার (৩২) নলুয়াকান্দি গ্রামের আব্দুস সামাদের ছেলে, ফিরোজ (২০) আকতার হোসেনের ছেলে ও হৃদয় শেখ (২০) দোবিলার আব্দুল কাদের শেখের ছেলে।

সলঙ্গা থানা পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, বুধবার দুপুরে নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ছয় যুবকের বিরুদ্ধে তার মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন। মামলার পর থেকে রাতভর অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে গিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন আগে আব্দুল আলীম নামের যুবকের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সূত্র ধরে গত ১৪ মার্চ সন্ধ্যায় ফোন করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দবিরগঞ্জ বাজার এলাকায় ডেকে নেন আলীম।

তাকে অজ্ঞাত কোন বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর আলীম তার বন্ধু সাত্তারকে ডেকে এনে তার হাতে তুলে দেয়। সাত্তার মোটরসাইকেলে ওই ছাত্রীকে তুলে পাশের এক ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে আরও চার বন্ধুকে ডেকে নিয়ে আসেন তিনি। তাকে হত্যার হুমকি দিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণ করে তারা। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় যুবকরা।

নির্যাতিত কিশোরী রাতেই তার ভাইকে ফোন করলে তিনি গিয়ে তাকে উদ্ধার করেন। বিষয়টি নিয়ে আতঙ্কে ও সম্মানের ভয়ে প্রথমে গোপন রাখে তার পরিবারের লোকজন। ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী ওই কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *