সিরাজগঞ্জে মাটির নিচে মিলল ৩২টি ব্রিটিশ রৌপ্য মুদ্রা
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরাজগঞ্জে বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় ৩২টি ব্রিটিশ রৌপ্য মুদ্রা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। জেলার পুলিশ সুপার মো. হাসিবুল আলম বলেন, উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লায় বাবুল মৃধা নামে এক ব্যক্তির বাড়ি বানানোর জন্য মাটি খনন করা হয় প্রায় দুই সপ্তাহ আগে। তখন চার নির্মাণ শ্রমিক এই মুদ্রাগুলো পান।
পুলিশ সুপার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, চার নির্মাণ শ্রমিক মুদ্রাগুলো ভাগ করে নেন। বুধবার রাতে ওই শ্রমিকদের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারও বিরুদ্ধে মামলাও হয়নি।
৩২টি মুদ্রার সবগুলোতে রানি ভিক্টোরিয়ার ছবি রয়েছে। এগুলোর গায়ে ১৮৪০ থেকে ১৮৭৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময় লেখা রয়েছে। তিনটি মুদ্রার গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি/ওয়ান রুপি’ ও ২৯টির গায়ে ‘ওয়ান রুপি/ইন্ডিয়া’ লেখা রয়েছে। মুদ্রাগুলো আইনি প্রক্রিয়ায় প্রতœতত্ত্ব বিভাগে হন্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার।