সিরাজগঞ্জে ‘বিশাল মেজবানি’, আয়োজককে জরিমানা
করোনাভাইরাস মহামারীর সময় সিরাজগঞ্জে ‘বিশাল’ মেজবানির আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আবদুল্লাহ কাফি মেজবানির এই আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “স্বাস্থ্যবিধি না মেনে বিশাল এক মেজবানির আয়োজন করা হয় সেখানে। অতিথিদের কারও মুখে মাস্ক ছিল না। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গেলে হাজার হাজার মানুষ দৌড়ে পালিয়ে যায়।
“এ অবস্থায় রান্না করা খাবার আশপাশের গ্র্রামের গরিব-অসহায়দের বিলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মেনে বিশাল মেজবানির আয়োজন করার অপরাধে আয়োজক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।”