January 16, 2025
জাতীয়

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন বছর আগে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- শাহজাদপুরে দরগার চর গ্রামের তোতা, আলহাজ্ব, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ লাভলু জানান।

মামলার বরাতে তিনি বলেন, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার দরগার চর গ্রামের ফরিদ সরকারের স্ত্রী নাজমা খাতুন (২৫) এলাকার মাসুম বিল­াহর বাড়িতে ওরশ শুনতে যান। সেখান থেকে স্বামীর সঙ্গে বাবার বাড়িতে চাবি আনতে যাচ্ছিলেন নাজমা।

পথে আসামিরা তাদের পথ আটকে ফরিদকে মারধর করে। পরে ফরিদকে তাড়িয়ে দিয়ে তারা নাজমাকে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় গ্রামের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে এবং তোতা ও আলহাজ্বকে আটক করে।

এ ঘটনায় নাজমা বাদী হয়ে থানায় মামলা করলে বাকি আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে জবানবন্দিও দেয়। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *