সিরাজগঞ্জে দুই বাস মুখোমুখি, নিহত ৪
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত একজনের নাম রকি। তার বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফয়সাল আহমেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস রোড ডিভাইডার থাকা সত্তে¡ও ভুল রুটে ঢুকিয়ে দেয়। এতে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ চারজন নিহত হন।