সিরাজগঞ্জে ডাকাতির আসামির মাটিচাপা লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরাজগঞ্জের কামারখন্দে নয়দিন আগে নিখোঁজ ডাকাতি মামলার এক আসামির মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুল ইসলাম (৩৪) উপজেলার ভদ্রঘাট গ্রামের বেলাল হোসেনের ছেলে।
কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, নয়দিন আগে সাইদুল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।ভোরে উপজেলার ভদ্রঘাট তালুকদার বাজার এলাকার একটি পুকুরপাড় থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সাইদুলের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।