December 22, 2024
জাতীয়

সিরাজগঞ্জে ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনি

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই এম হাসান মাহমুদ জুয়েল জানান।

আহত ৩৫ বছর বয়সী আলম পৌর এলাকার গয়লা বটতলা এলাকার আব্দুর রহিমের ছেলে। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ‘ছিঁচকে চোর’ ও ‘মাদকাসক্ত’ বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, আলম মাদ্রাসার জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিল। এ সময় শিক্ষার্থীরা হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে ‘ছেলে ধরা’ সন্দেহে চিৎকার শুরু করে। এ সময় গ্রামবাসী ও সকল ছাত্ররা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে মাদ্রাসার অধ্যক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

এসআই বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের আয়নাল হক, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *