সিপিবি নেতা আনন্দ রায়ের স্ত্রীর মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর ২৫নং ওয়ার্ড শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়ের স্ত্রী ছায়া রানী রায় (৬১) এর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ তারিখ রাত ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভার শোক ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলদার, মহানগর নেতা মিজানুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, নীরজ রায়, শাখা সম্পাদক ফিরোজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নারদ রায়, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ পাল, এড. গৌরাঙ্গ সরকার, এড. হরিপদ মণ্ডল প্রমুখ।