সিপিবি’র মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির খুলনায় আনুষ্ঠানিক উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্র ঘোষিত নভেম্বর মাসব্যাপী সারা দেশে পদযাত্রা কর্মসূচির খুলনায় আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল শুক্রবার বিকেলে নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশ শেষে আনুষ্ঠানিক পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রেলওয়ে স্টেশনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দলের কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এড. চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, মহানগর সিপিবি নেতা তোফাজ্জেল হোসেন, কিংশুক রায়, ওয়াহিদুর রেজা বিপলু, নীরজ রায়, দৌলতপুর থানা নেতা ফরহাদ হোসেন মিটন, খালিশপুর থানা নেতা এস এম চন্দন, কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, ছাত্র ইউনিয়ন নেতা রকি বিশ্বাস, মোঃ আল-আমিন, প্রীতম সরদার, কৃষ্ণেন্দু বাছাড়, প্রমুখ।