সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাল পতাকার মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের এবং শোষিত মানুষের মুক্তির সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৪টায় সিপিবি’র খুলনা’র উদ্যোগে এক বর্ণাঢ্য লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ এবং সঞ্চালনা করেন সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমÐলীর সদস্য এড. চিত্তরঞ্জন গোলদার, অশোক কুমার সরকার, সুপতা বেদজ্ঞ, কিশোর রায়, মিজানুর রহমান বাবু, মহানগর সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কিংশুক রায়, সরকার ভূষণ চন্দ্র তরুণ, রুস্তম আলী হাওলাদার, অধ্যাপক সঞ্জয় সাহা, অসীম আনন্দ দাস. শ্রীবাস অধিকারী, এড. সুব্রত কুÐু, এড. প্রীতিশ মÐল, মোস্তাফিজুর রহমান রাসেল, এস এম চন্দন, হুমায়ুন কবির, জীবন বাছাড়, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুবনেতা তুষার বর্মণ, বাবুল শরীফ বাবু, আফজাল হোসেন রাজু, উজ্জ্বল দাস, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি উত্তম রায়, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড়, নাহিদ হাসান, সুমাইয়া বান্না প্রমুখ।