সিপিবি’র উদ্যোগে সাংবাদিক মানিক সাহার হত্যাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, জেলা সিপিবি’র সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য, সাবেক টিইউসি নেতা সাংবাদিক কমরেড মানিক সাহার ১৬তম হত্যাবার্ষিকী পালন করেছে সিপিবি জেলা ও মহানগর কমিটি। এ উপলক্ষে বিকেল ৪টায় সিপিবি জেলা ও মহানগর কার্যালয় চত্বরে জমায়েত, নগরীতে বিক্ষোভ মিছিল ও খুলনা প্রেস ক্লাবে নির্মিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑদলের কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, এড. রুহুল আমিন, এইচ এম শাহাদাৎ, শেখ আব্দুল হান্নান, নিতাই গাইন, এড. চিত্তরঞ্জন গোলদার, মিজানুর রহমান বাবু, সমীরন গোলদার, অশোক সরকার, কিশোর রায়, নিতাই পাল, এড. নিত্যানন্দ ঢালী, কিংশুক রায়, রুস্তম আলী হাওলাদার, নীরজ রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, জাহানারা আক্তারী, এস এম বাবর আলী, অধ্যাপক সঞ্জয় সাহা, শ্যামল রায়, কবি সরকার ভূষণ চন্দ্র তরুন, তুলসীদাস রায়, মহিবুর রহমান, দেলোয়ার হোসেন, মোস্তাইন গাজী, এড. হিমাংশু বাইন, এড. সুব্রত কুণ্ডু, এড. প্রণব গোলদার, পূর্ণেন্দু বিশ্বাস, কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়ন নেতা প্রভাষক জয়ন্ত মুখার্জী, শেখ আব্দুল হালিম, ধীমান বিশ্বাস, এড. খান আজরফ হোসেন মামুন, আফজাল হোসেন রাজু, উজ্বল বিশ্বাস, উত্তম রায়, কৃষ্ণেন্দু বাছাড়, আল আমিন, সোমনাথ দে, তন্ময় মণ্ডল, মেহেদী হাসান, সুমাইয়া বান্না, রুমা রুবায়্যি, রুপা মল্লিক, সিনথিয়া জামান একা, নাহিদ হাসান, সৌমিত্র সৌরভ, মোহাম্মদ আলী, আরিফ হোসেন, জাহিদুর রহমান, কাজী সবুজ, শরীফুজ্জামান, মিঠুন চক্রবর্তী, শিমুল ঘোষ, প্রকাশ চক্রবর্তী।