সিপিবি’র উদ্যোগে পল্টন হত্যাকাণ্ড দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় পার্টির কার্যালয়ে ২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন ময়দানে মহাসমাবেশে বোমা হামলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা মহানগর সভাপতি কমঃ এইচ এম শাহাদতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমঃ এড. মোঃ বাবুল হাওলদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন ও ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমঃ ডাঃ মনোজ দাস, কেন্দ্রীয় সদস্য কমঃ এস এ রশীদ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সিপিবি নেতা পিযূষ কান্তি, কিংশুক রায়, তোফাজ্জেল হোসেন, মহেন্দ্র নাথ সেন, অধ্যাপক সঞ্জয় রায়, জাহানারা আক্তারী, এড. গৌরাঙ্গ সরকার, কামরুল ইসলাম খোকন, রঙ্গলাল মৃধা, নীরজ রায়, অশোক বিশ্বাস, মোঃ হুমায়ুন কবির, শাহীনা আক্তার, যুবনেতা জয়ন্ত মুখার্জী, বিজয় মৈত্র, গাজী আফজাল, ধীমান বিশ্বাস, এড. খান আজরফ হোসেন মামুন, আফজাল হোসেন রাজু, জামসিদ হাসান জিকু, আজিজুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, হাফিজুল ইসলাম, ছাত্রনেতা উত্তম রায়, মোঃ আরমান প্রমুখ। অপরদিকে পল্টন ময়দানে বোমা হামলায় নিহত বটিয়াঘাটা বসুরাবাদে শহীদ কমরেড হিমাংশুর সমাধীতে বেলা ৪টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।