December 27, 2024
জাতীয়

সিনিয়র সচিব হলেন সরকারের ৫ কর্মকর্তা

দক্ষিণাঞ্চল ডেস্ক
সচিব থেকে সিনিয়র সচিব করা হয়েছে সরকারের ৫ কর্মকর্তাকে। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল­াহ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জুয়েনা আজিজকে সিনিয়র সচিব করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হহ জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *