সিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মেয়াদ বাড়ালো
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেয়েছে তদন্ত কমিটি।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশ চেকপোস্টে খুন হন সেনাবাহিনীর ওই অবসরপ্রাপ্ত মেজর। এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করে।
কমিটির পক্ষ থেকে আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অবসরপ্রাপ্ত ওই মেজর খুনের ঘটনায় টেকনাফের ওসি প্রদীপসহ সাত পুলিশ গ্রেফতার হয়েছেন। এ মামলার তদন্ত সংস্থা র্যাবের হাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।