সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসুক নারীরা : স্পিকার
দক্ষিণাঞ্চল ডেস্ক
সহিংসতা প্রতিরোধে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অবস্থান দৃঢ় করার উপর জোর দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আরেকটি বড় উপাদান হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থানকে সুসংহত করতে হবে। তাদের সুযোগ দিতে হবে।
আমাদের মেয়েরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত প্রতিভাসম্পন্ন। তাদের সুযোগ ও সক্ষমতা- এ দুয়ের সমন্বয় যদি আমরা ঘটাতে পারি, তারা নিজেদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তন নিজেরাই আনতে পারে।
শুক্রবার সকালে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কে (গুলশান ইয়ুথ ক্লাব মাঠ) ‘সিক্সটিন ডেইজ ফর অ্যাক্টিভিজম’ ক্যাম্পেইন পালনের অংশ হিসাবে দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ’সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ ওই অনুষ্ঠান আয়োজন করেছে। নারীদের সাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়নের পথকে সুগম করার আহŸান জানিয়েছেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার।
অর্থনৈতিকভাবে যখন একজন নারী সাবলম্বী হন, একজন নারীর যখন শিক্ষিত হন, তখন নারীর প্রতি সহিংসতার যে প্রবণতা তা কমিয়ে আনার ক্ষেত্রে অনেক কার্যকর ও ফলপ্রসু হতে পারব, বলেন তিনি।
নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহŸান জানিয়ে শিরীন শারমিন বলেন, এখন যেহেতু বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছেন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা সহিংসতাকে কমিয়ে আনবে।
একইসঙ্গে নারীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে কর্মস্থলে যেতে পারে, সে রকম গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহŸান জানান তিনি। স্পিকার বলেন, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শক্তিশালী আইনি কাঠামো রয়েছে। অপরাধ সংগঠিত হলে বিচারের আওতায় আনতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমে আসবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য একেএম রহমত উলাহ, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, সংরক্ষিত নারী আসনের সাংসদ অপরাজিতা হক ও নাহিদ ইজাহার খান, ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা শ্লিটার ও নরওয়ের সিডসেন ব্লেকেন, আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।