সিডিপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা টুটু’র স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, গবেষক, মানবাধিকার ও পরিবেশ সংগঠক এবং সিডিপি’র প্রতিষ্ঠাতা আশরাফ-উল-আলম টুটু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ১২ ফের্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় সিডিপি সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) এর সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রিয় সদস্য শ্যামল সিংহ রায়, লোক চেতনা’র সভাপতি শেখ মো: ইলিয়াছ, সম্মিলিত নাগরিক সমাজ খুলনা’র সদস্য সচিব মিজানুর রহমান বাবু, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেভিড, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)’র সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা: মো: নাসিরউদ্দিন, এ্যাড. পপি ব্যানার্জী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, কারিতাস-এর জেমস্ সুকুমার মন্ডল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র এম মোস্তফা কামাল, প্রশিকা’র আঞ্চলিক কর্মকর্তা বাকের আহমেদ, মো: ফিরোজ আলী, কেএমএসএস-এর খন্দকার মোছাদ্দেক বারী, জেজেএস কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, উপকূল উন্নয়ন ভাবনা’র সভাপতি মো: সাইফুল ইসলাম, নিখিল কুমার বিশ্বাস, এসএমএ রহিম, কামরুল ইসলাম কাজল, ইন্দিরা ভট্টাচার্জ্য প্রমুখ।