সিডিপি’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
খবর বিজ্ঞপ্তি
কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ(সিডিপি)’র স্ট্রেংদেনিং পিপল’স একশন অন ক্লাইমেট রিস্ক রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্পের উদ্যোগে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় জলমা ইউনিয়নের কঢ়ুবুনিয়া ও দাউনিয়াফাদ গ্রামের জলবায়ূ নিয়ন্ত্রিত রোগের ঝুকিহ্রাসে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, সিএফ মো: কামরুল ইসলাম, এম মোস্তফা কামাল, মো: সাইফুল ইসলাম প্রমুখ। দুই গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবার এই স্বাস্থ্য সেবা গ্রহন করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পের টেশনিক্যাল সহযোগিতায় ছিলেন কমিউনিটি সার্জিক্যাল এন্ড ট্রমা সেন্টার খুলনা।