সিডনি টেস্টে অগ্নিঝরা পূজারা
সিডনি টেস্টের প্রথম দিন শেষে চেতেশ্বর পূজারার অসামান্য ব্যাটিংয়ে বিশাল রানের স্তুপ করেছে ভারতীয় স্কোয়াড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পূজারা করেছে অপরাজিত ১৩০ রান এবং তার দলকে সে এনে দিয়েছে ৩৪০ রান এর অসামান্য ইনিংস এবং দিনশেষে ভারতীয় দল উইকেট হারায় চারটি। প্রথম দিকে বিপর্যয়ের মুখে পরলেও দিনের শেষে অস্ট্রেলীয় বোলারদের সামনে শক্তিশালী দেয়ালে পরিণত হয় চেতেশ্বর পুজারা এবং তার অপর প্রান্তে ওপেনার মৈনাক আগারওয়ালের সঙ্গে গড়ে তোলেন ১১৬ রানের জুটি। পূজার সাথে খেলতে নেমে আগারওয়াল করে ১১২ রান এবং খেলেন মোট ৭৭ বল। এরপর নাথান লায়ন এর কাছে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার হ্যাজলউড নিয়েছেন ২ উইকেট এবং একটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও কামিন্স।
এরপর ব্যাটিং এ নেমে অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের সাথে অল্প রানের জুটি তৈরি করলেও দিন শেষে হনুমা বিহারীর সঙ্গে জুটিবদ্ধ থাকেন ৭৫ রানে। পূজারা ১৩০ রান করেছেন ২৫০ বল খেলে, এখন দেখার বিষয় কালকে খেলতে নেমে দলকে কি উপহার দেন !