সিটি মেয়রকে শঙ্খ মাকের্ট দোকান মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার সকালে শামীম স্কয়ার (শঙ্খ) মাকের্ট দোকান মালিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মেয়র নবনির্বাচিত কার্যকরী পরিষদকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং সবার আগে মার্কেটের দোকানদারদের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট থাকার আহবান জানান। মতবিনিময়য শেষে নব-নির্বাচিত মার্কেট কমিটির পক্ষ থেকে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি জেড এ মাহমুদ ডন, সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল হোসেন কচি এবং আব্দুল মান্নান খান, রনজিৎ কুমার ঘোষ, সাহাবুদ্দিন সাবু, অরুন কুমার সাহা,আব্দুল গফফার মোড়ল, গোপাল দাস রাজু, ফারুক হোসেন, সংগ্রাম খান, কামাল হোসেন, মাহবুব হোসেন, ফায়েকুজ্জামান, হুমায়ুন কবির প্রমুখ।