December 23, 2024
আঞ্চলিক

সিটি মেয়রকে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি
সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনায় নব গঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নেতৃবৃন্দ। এসময়ে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও উদ্দেশ্যকে আমাদের সকলের বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। সেজন্যে সকলকে ত্যাগ স্বীকার করে কাঁধে কাঁধ রেখে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মাদক, ভূমিদস্যু আর সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না। এসব থেকে যুব সমাজকে দুরে থাকতে হবে। কেউ এসকল সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, এ্যাড. শেখ ফিরোজ আহমেদ, সৈয়দ রহমত ইলা রুমি, মোল্লা তমজিত হোসেন, আল ইমরান সিফাত, রুমান, জাহিদ, মামুন, জাকিয়া চৌধুরী, দিপ্তী, নার্গিস, পূজা রায়, দিপ্ত, মফিজ, মঞ্জুরুল, ইমরান, লিটন সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *