সিটি মেয়রকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ কর্মবীর তালুকদার আব্দুল খালেকের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাহিদুর রহমান, সাধারণ সম্পাদক এড. মিনা মিজানুর রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনসার আলী মোল্লা, মোজাম্মেল হক, দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সদস্য মনিরুজ্জামান, গাজী নওশের আলী, গৌরাঙ্গ প্রসাদ রায়, সন্দীপন রায়, মনির আহমেদ, শেখ সেলিম আখতার স্বপন, মোঃ খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।