সিটি ছেড়ে বায়ার্নে সানে
চার বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে বুন্ডেসলিগায় ফিরলেন লেরয় সানে। ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন জার্মান এই মিডফিল্ডার।
২৪ বছর বয়সী সানের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে বায়ার্ন।
তার ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বৃটিশ ও জার্মান গণমাধ্যমের খবর, এজন্য সাড়ে চার কোটি ইউরো গুনতে হয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের। শর্ত অনুযায়ী এর সঙ্গে যোগ হতে পারে আরও।
সিটির সঙ্গে সানের চুক্তির মেয়াদ ছিল পরবর্তী মৌসুমের শেষ পর্যন্ত।
২০১৬ সালে প্রায় চার কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বুন্ডেসলিগার দল শালকে থেকে সিটিতে যোগ দেন সানে। ইংল্যান্ডের দলটির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপসহ সাতটি শিরোপা। সব প্রতিযোগিতা মিলে ১৩৫ ম্যাচে করেছেন ৩৯ গোল, ৪৫ বার করেছেন গোলে সহায়তা।
গত বছর ঘরোয়া ট্রেবল জয়ী পেপ গুয়ার্দিওলার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সানে। তবে চোটের জন্য চলতি মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে।
জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে পাঁচ গোল করা সানে খুশি স্বদেশি ক্লাবে যোগ দিতে পেরে।
“বায়ার্ন দুর্দান্ত একটা ক্লাব। তাদের লক্ষ্য অনেক বড়, আমার সঙ্গে যা মিলে যায়। নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। দলের সঙ্গে অনুশীলনের জন্য আমার তর সইছে না। বায়ার্নের হয়ে যত সম্ভব শিরোপা জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই সবচেয়ে গুরুত্ব পাবে।”