সিটি কলেজের সাবেক শিক্ষক হেলাল উদ্দিন আর নেই : শোক
খবর বিজ্ঞপ্তি
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক আলহাজ্ব ডাঃ হেলাল উদ্দীন খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি … রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল রবিবার বাদ আসর শিববাড়ী মোড় ফুজি কালার ল্যাব মোড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে খালিশপুর মুজগুন্নীতে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
বিএনপি: এদিকে মরহুমের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ্ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফকরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আবদুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন ও আরিফুর রহমান মিঠু প্রমুখ।