সিঙ্গাপুরে ১ মাস পর শনাক্ত বিদেশি রোগী একজন বাংলাদেশি
সিঙ্গাপুরে এক মাস পর বিদেশি একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তি একজন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র স্ট্রেইটস টাইমস।
সংবাদপত্রটি বলছে, ওই ব্যক্তি অন্য রোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে আগের ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ৪০২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে বাংলাদেশি ওই ব্যক্তি রয়েছেন।
সিঙ্গাপুরে বিদেশ থেকে যাওয়া করোনাভাইরাসের রোগী গত ১০ মের পর এই প্রথম ধরা পড়ল।
স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ওই ব্যক্তি গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি এবং তার কোনো উপসর্গও নেই, ইমিগ্রেশনে এমন স্বাস্থ্যসনদও জমা দেওয়া হয়েছিল।
কিন্তু কোভিড-১৯ শনাক্তে নমুনা পরীক্ষার পর শনিবার তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যক্তিকে তার আবাসস্থলে থাকতে বলা হয়েছে। শুধু চিকিৎসার প্রয়োজনে নির্দিষ্ট স্থানে তিনি যেতে পারবেন।
ওই বাংলাদেশির সংস্পর্শে কারা কারা এসেছেন, তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানোর কাজ চলছে।
বাংলাদেশি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্ট্রেইটস টাইমস লিখেছে, ওই ব্যক্তির দীর্ঘমেয়াদী ভিসা ছিল না বলে তাদের অনুমান।
করোনাভাইরাস মহামারী দেখা দেওয়ার পর গত মার্চের শেষে সিঙ্গাপুর স্বল্প মেয়াদি সব ভিসা বাতিল করেছিল। তবে বিশেষ বিবেচনায় এর মধ্যেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হয়। এই সুবিধায় গত এপ্রিল মাসে ৭৪৮ জন সিঙ্গাপুরে ঢুকতে পেরেছেন।
সিঙ্গাপুরে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন।
বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরেই প্রথম বাংলাদেশি রোগী ধরা পড়ে।