সিআইপি সম্মাননা পেলেন পাইকগাছার কৃতি সন্তান আকবর
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার কৃতি সন্তান জেএম শওকত আকবর সিআইপি সম্মাননা পেয়েছেন। আকবর পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত ইব্রাহীম জোয়াদ্দারের ছেলে ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের ভাই। ইব্রাহীমের ৭ মেয়ে ও ৩ ছেলে। আকবর ভাইদের মধ্যে দ্বিতীয়।
তিনি ১৯৮৭ সালে কম্পিউটার সাইন্স এর উপর পড়াশুনা করতে জাপান যান। ২০০১ সালের ৩০ জুলাই তিনি জাপানের সাথে যৌথভাবে বিজেআইটি গ্রæপ কোম্পানি প্রতিষ্ঠা করে। জাপান, বাংলাদেশ, আমেরিকা ও ফিন্ডল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিজেআইটি’র শাখা রয়েছে। অত্র কোম্পানিতে পাইকগাছা সহ বাংলাদেশের অসংখ্য লোক কর্মরত রয়েছে। আকবর বর্তমানে বিজেআইটি গ্রæপের চেয়ারম্যান।
এ বছর তিনি সিআইপি’র সম্মাননা লাভ করেছেন। পাইকগাছা থেকে এরআগে একমাত্র মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমান সিআইপি সম্মাননা লাভ করেন। এলাকার দ্বিতীয় কৃতি ব্যক্তি হিসেবে সিআইপি সম্মাননা লাভ করায় আকবরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।