January 19, 2025
জাতীয়

সাড়ে ৯ ঘণ্টা পর সচল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। নদীর ওপর কুয়াশা কমে যাওয়ায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়ে কয়েকটি ফেরি।

রাত থেকে ফেরি বন্ধ থাকায় দুইপাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

ঘাট সূত্র জানিয়েছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে আবার নৌযান চালু করা হয়েছে। এখন ধীরে ধীরে আটকে পড়া যানবাহনের সিরিয়াল কমে যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *