January 30, 2026
আঞ্চলিকলেটেস্ট

সাড়ে ৫ ঘণ্টা পর খুলনা থেকে চার রুটে বাস চলাচল শুরু

 

দ: প্রতিবেদক

প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় খুলনা থেকে চার রুটে বাস চলাচল শুরু

হয়েছে। অবৈধ গাড়ি চলাচল বন্ধ ও বাস মালিককে মারধরের প্রতিবাদে গতকাল

শুক্রবার সকাল ১০টায় খুলনা থেকে গোপালগঞ্জসহ ৪ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি। পরে মালিক-শ্রমিক

সমঝোতার ভিত্তিতে বিকাল সাড়ে তিনটা থেকে এসব রুটে পুনরায় বাস

চলাচল শুরু হয় বলে জানা যায়।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম

ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িতে ফিরে যান। কেউ

কেউ আবার অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা

করেন।

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সদস্য খান কামরুজ্জামান

বলেন, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর

শ্রমিক ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী নেতা জোরপূর্বক এসব রুটে অবৈধ

বাস চলাচলে অনুমতি দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মালিকরা। এ

ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ঢাকা মেট্রো

ব ১১-৩৩৫৬ বাসের মালিক মো. হায়দারকে মারধোর করে প্রতিপক্ষরা। এ ঘটনার

প্রতিবাদে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-

বরিশাল, খুলনা-মাদারীপুর ও টেকেরহাট-মোকসেদপুর রুটের বাস চলাচল বন্ধ করে

দেওয়া হয়।

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক

লিপন বলেন, এই রুটগুলোতে অবৈধ বাস চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বাস মালিককে মারধরের ঘটনায় মীমাংসার পরে বিকাল সাড়ে তিনটা

থেকে আবারও বাস চলাচল শুরু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *