সাড়ে ৩ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ড
প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। দুই দলের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে জিতে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে কিউই নারীরা।
তিন ফরম্যাট মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ১৩টি ম্যাচে হেরেছিল নিউজিল্যান্ড নারী দল। ব্যাটে-বলে সমান পারফরম্যান্স করে অসিদের বিপক্ষে নিজেদের জয়খরা শেষ করলেন কিউই অলরাউন্ডার অ্যামেলিয়া কার।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে নেমেছিল তারা। কিন্তু শেষপর্যন্ত জয়ের দেখা পায়নি ম্যাগ ল্যানিংয়ের দল।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।
রান তাড়া করতে নেমে কিউইদের পক্ষে ব্যাট হাতে প্রায় সবাই দারুণ অবদান রেখেছেন। অধিনায়ক সোফি ডিভাইন ২৫, ওপেনার ম্যাডি গ্রিন ১০, অ্যামি সাথারওয়েট ৩০, উইকেটরক্ষক ক্যাটে মারটিন ২৩, হেইলি জেনসেন ১০ ও অ্যামেলিয়া কার করেছেন ১৮ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে জেস জোনাসেন ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে পারেননি দলকে জেতাতে। নিজের ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় কিউইদের সর্বোচ্চ স্কোরার সাথারওয়েটকে ফিরিয়েছেন জোনাসেন। এছাড়া জর্জিয়া ওয়ারহাম ২ ও ডেলিসা কিমিনস নিয়েছেন ১ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটার দুই অঙ্কে গেলেও, ইনিংস বড় করতে পারেননি কেউই। যে কারণে ৭ উইকেটে ১২৩ রানের বেশি হয়নি তাদের সংগ্রহ। সর্বোচ্চ ২৯ রান করেছেন অ্যাশলে গার্ডনার। এছাড়া অধিনায়ক ল্যানিং খেলেছেন ২১ রানের ইনিংস।
কিউইদের পক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কার ও লিয়া তাহুহু। এছাড়া সোফি ডিভাইন, হেইলি জেনসেন ও ম্যাডি গ্রিন নিয়েছেন বাকি ৩ উইকেট। বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে অপরাজিত ১৮ রানের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অ্যামেলিয়া কার।
© দক্ষিণাঞ্চল প্রতিদিন/এএপি