সাহেদের তথ্য চেয়ে চার ব্যাংক ও ছয় থানায় দুদকের চিঠি
রিজেন্ট হাসপাতালসহ রিজেন্ট গ্রুপের আট প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আরও চার ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে সাহেদের নামে বিভিন্ন সময় দায়ের হওয়া মামলার তথ্য চেয়ে ছয় থানায় চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।
রিজেন্ট ও সাহেদ সংক্রান্ত দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংকে চিঠি পাঠিয়েছেন। এসব চিঠিতে জরুরিভিত্তিতে সাহেদ ও তার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নথিপত্রগুলো দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তার দপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
গত ১৩ জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অবৈধ সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এ অভিযোগটি অনুসন্ধান করা হবে। যার জন্য তিন সদস্যের একটি দলও গঠন করা হয়েছে। কমিশনের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দলের অন্যান্য সদস্যরা হলেন মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।
দল গঠনের পর দিনই স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, উত্তর সিটি করপোরেশন, যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, উত্তরা পশ্চিম থানার ওসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের বিমানবন্দর শাখা ব্যবস্থাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান এবং এনবিআরের কর অঞ্চল-৯ এর উপ-কর কমিশনারের কাছে সাহেদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়।