সাহিত্য নিকেতনের নতুন কমিটির প্রথম সভা
সাহিত্য নিকেতনের নতুন কার্যকরী কমিটির প্রথম সভা গতকাল সন্ধ্যায় সংগঠনের হাজী মেহের আলী রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশ্বাস মিলন আহমেদ মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার শুরুতে সংস্থার প্রচার সম্পাদক সুজয় সাহারা মায়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি সুব্রত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শিবনাথ মণ্ডল হিমাংশু, কোষাধ্যক্ষ খন্দকার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাস, প্রকাশনা সম্পাদক বিপুল কুমার বিশ্বাস, সাহিত্য সম্পাদক অপর্ণা সাহা, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ বিশ্বাস, সহ-পাঠাগার সম্পাদক মিনা কবিরাজ প্রমূখ।
সভায় অন-লাইনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকা থেকে সহ-প্রকাশনা সম্পাদক শম্ভুনাথ মণ্ডল, কোলকাতা থেকে সহ-সহিত্য সম্পাদক সন্দীপা সরকার, সাতক্ষীরা থেকে সহ-পাঠাগার সম্পাদক যুবরাজ মণ্ডল প্রমূখ। সভায় সংগঠনকে আরো গতিশীল করে তুলতে কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।