সার্বজনীন স্বাস্থ্যসেবায় মিডিয়া কভারেজ শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
সার্বজনীন স্বাস্থ্যসেবায় মিডিয়া কভারেজ শক্তিশালীকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের আয়োজনে গেøাসি মিডিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন এবং গেøাসি মিডিয়া প্রতিনিধি আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক জোবায়ের হোসেন।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত তুলে ধরেন। সমাজের সকল শ্রেণির মানুষ যাতে সুলভে এবং সহজে চিকিৎসাসেবা পেতে পরে তার জন্য সামাজিক সচেতনতা জরুরি বিষয়। স্বাস্থ্যসম্মত জীবন যাপনে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। বক্তারা বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যে স্বল্পমাত্রায় তেল, লবণ, চিনি ব্যবহারে বøাডপ্রেসার, ডায়াবেটিস, ক্যান্সার এবং হার্টের অসুখ উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা যায়। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।