সারাদেশে ফেরি চলাচল শুরু
ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগ কেটে যাওয়ার পর সারাদেশে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান খাজা মিয়া শুক্রবার বলেন, “ঝড়ের প্রভাব কেটে গেছে। শুক্রবার সকাল থেকে ফেরি পারাপার শুরু হয়েছে।”
অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় সারা দেশে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয় গত মঙ্গলবার দুপুরে।
বিআইডব্লিউটিসির পক্ষ থেকে সেদিন বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি, চাঁদপুর-শরীয়তপুর, লক্ষ্মীপুর- ভোলা এবং ভেদুরিয়া-লাহারহাট ঘাট দিয়ে ফেরি চলাচল করবে না।
বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনে রাতে বাংলাদেশে প্রবেশ করে ঘূর্ণিঝড় আম্পান। বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে তা স্থল নিম্নচাপে পরিণত হয়।
ঝড়ের মধ্যে প্রবল বাতাসে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন সোয়া দুই কোটি গ্রাহক।