January 21, 2025
জাতীয়লেটেস্ট

সারাদেশে আম্পানের প্রভাবে ১২ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে যশোরে দুই, রাজশাহীতে একজন, ভোলায় এক, পটুয়াখালীতে দুই, পিরোজপুরে তিন, ঝিনাইদহে এক,  সন্দ্বীপে এক ও সাতক্ষীরায় একজন রয়েছেন।

বুধবার (২০ মে) বিকেল থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

পি‌রোজপুর: আম্পানের কারণে পিরোজপুরে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে পানিবন্দি হয়ে ইন্দুরকানি উপজেলার ওমেদপুর গ্রামে শাহআলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শাহআলম ওই গ্রামের বাসিন্দা।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, বুধবার রাত ৯টার দিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডুবতী এলাকায় ঝড়ের সময় আশ্রয় নিতে পাশের বাড়িতে যাওয়ার সময় সিড়ি থেকে পরে গিয়ে গোলবানু (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গোলবানু একই এলাকার মৃত মোজাহার আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান।

এর আগে, আম্পানের প্রভাবে ভারী বর্ষণে সন্ধ্যায় মঠবা‌ড়িয়া পৌর এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ ধ‌সে চাপায় শাহজাহান মোল্লা (৬৫) না‌মে এক ফল বি‌ক্রেতার মৃত্যু হ‌য়ে‌ছে। মঠবা‌ড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ডে এ দুর্ঘটনা ঘ‌টে।

শাহজাহান মঠবা‌ড়িয়া উপ‌জেলার দাউদখা‌লি ইউ‌নিয়‌নের গিলাবাদ এলাকার ম‌জিদ মোল্লার ছে‌লে।

মঠবা‌ড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর হারুন-অর-র‌শিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যশোর: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার রাতে প্রচণ্ড বাতাসে যশোরের চৌগাছায় গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। যশোরে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার খবর দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ফলে জেলাজুড়ে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অনেক গাছপালা।

রাজশাহী: ঝড়ের মধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামে বাড়ি পাশের গাছের আম কুড়াতে গিয়ে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। মনোয়ারা গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী।

রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন নিউজেকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম: বুধবার দ্বীপ উপজেলা সন্দ্বীপে আম্পান আঘাত হানার আগেই জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরের দিকে সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান জানান, উপকূলে ঘাস কাটতে গিয়ে ওই যুবক জোয়ারের পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী: আম্পানের তাণ্ডবে পটুয়াখালী জেলায় দু’জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, বুধবার সকালে জেলার কলাপাড়ায় উপজেলায় প্রচারণা চালাতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার শাহ আলম (৬০) নৌকা ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অপরদিকে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামের বাসিন্দা শাহাজাদার ছেলে রাশাদ (৫) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল পড়ে মারা যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এবং   গলাচিপার ইউএনও শাহ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ভোলা: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সড়কে গাছচাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ  এ তথ্য নিশ্চিত করেন।

সাতক্ষীরা: আম্পানে তাণ্ডবে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগরে বুধবার সন্ধ্যায় গাছের ডাল ভেঙে পড়ে করিমন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেন।

ঝিনাইদহ: সুপার সাইক্লোন আম্পানে তাণ্ডবে ঝিনাইদহে গাছ পড়ে চাপায় নাদেরা বেগম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা সদর উপজেলার হলিধানী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাদেরা ওই গ্রামে বুদোই মণ্ডলের স্ত্রী।

সকালে  ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের হাতে ২০ হাজার টাকা অনুদান দেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *