সামান্য বৃষ্টিতেই তলিয়ে থাকছে তালা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলা সদরের মহল্লাপাড়ার জনগুরুত্বপূর্ণ প্রায় আধা কিঃমিঃ রাস্তা দীর্ঘ দিন সংষ্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ড্রেনটি সংকুচিত ও বন্ধ করে দেওয়ায় পানি বন্দি হয়ে পড়েছে রাস্তাটি। ফলে পাশ্ববর্তী তালা মহিলা কলেজ, শহীদ কামেল মডেল হাই স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন সংষ্কার না হওয়ায় প্রায় ২ কিঃমিঃ রাস্তা ইট উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পানি বন্দি থাকায় নোংরা পানির কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা আক্রান্ত হচ্ছে নানা চর্ম রোগে। বিষয়টি ভূক্তভোগী এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি সহ সংসদ সদস্য’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।