সামাজিক বনায়নে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সামাজিক বনায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার কর্মসুচির গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সামাজিক বনায়নের বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ১নং আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান ও ওয়ার্ড মেম্বর এস এম বখতিয়ার পারভেজ।
সংস্থার সভাপতি আঃ ছালাম গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাবুল রেজার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস এম এ হালিম, এস এম রওশন আলী, মোঃ আমিরুল ইসলাম সর্দার, মোঃ রেজওয়ান আকুঞ্জী রাজা, শায়লা পারভীন রুমা, তরিকুল ইসলাম, মোঃ রিজাউল বিশ্বাস, আছিয়া খাতুন, মৌসুমি আক্তার, আলম ফরাজী প্রমুখ। কর্মসূচির অংশহিসাবে সংস্থাটি ইষ্টার্ণগেট বাজার, রেল লাইনের পাশে, সড়কের পাশেসহ বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপন করবেন।