সাভারে নারীর ৪ টুকরো লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারে ময়লার স্তূপ থেকে চার টুকরো করে রাখা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সোমবার বেলা ১টার দিকে আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিল ময়লার স্তূপ থেকে তারা এই লাশ উদ্ধার করেন।
তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও পুলিশ পরিচয় বলতে পারেনি। ময়লার স্তূপ থেকে প্লাস্টিক কুড়ানো লোকজন পলিথিনে প্যাঁচানো লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরিদর্শক সাইফুল বলেন, তার মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পলিথিনে প্যাঁচানো রয়েছে। ময়লার গাড়িতে করে রাতে রাজধানী ঢাকার কোনো স্থান থেকে লাশটি এখানে এনে ফেলা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাতে যারা ময়লা ফেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।