December 23, 2024
জাতীয়

সাভারে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক
সাভারে সদ্য বিবাহিত দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার বজলুর রহমানের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, তারা আত্মহত্যা করেছেন। নিহত স্বামীর নাম মোহাম্মদ আলী (২২), স্ত্রীর নাম রুমি খাতুন (১৬)। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার সালানচর গ্রামে।
পুলিশ জানায়, ঘরের আড়ার সঙ্গে এক রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহত দম্পতির স্ত্রী পোশাক কারখানার শ্রমিক এবং স্বামী কলেজ পড়ুয়া। কয়েক দিন আগের তাদের বিয়ে হয়। দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই অখিল খন্দকার বলেন, ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *