January 7, 2025
জাতীয়

সাভারে দুই গ্র“পের সংঘর্ষ, চার শটগানসহ আটক ৫

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সাভারের আমিনবাজারে বড়দেশী এলাকায় দু’টি আবাসন প্রকল্পের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪টি শটগানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বড়দেশী এলাকায় গ্রাম বাংলা হাউজিং ও আকাশী হাউজিংয়ের দুই পক্ষের ভাড়াটে লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে বড়দেশী এলাকায় গ্রাম বাংলা হাউজিং ও আকাশী হাউজিংয়ের ভারাটে লোকজনের মধ্যে জমি দখলের জেরে সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৪টি শটগানসহ উভয় গ্র“পের ৫ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এসময় ৪টি শটগানসহ ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *