সাভারে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দম্পতি আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় র্যাব এক দম্পতিকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার পুরদনপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. সাহেব আলী (৩৪) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৫)।
র্যাব ৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, জেসমিন তার শিশুসন্তানকে দেখাশোনা করার জন্য এক কিশোরী (১৩) আত্মীয়কে বাসায় নিয়ে আসেন। পরে জেসমিনের সহায়তায় সাহেব আলী ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে শনিবার বিকালে র্যাব অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।