সাভারে কাজের কথায় ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৫
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারে কাজের কথা বলে ডেকে নিয়ে এক নারী দিনমজুরকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সাভার পৌর এলাকার ডগরমোড়া ও রেডিও কলোনিসহ বিভিন্ন মহলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জামালপুরের ইলিয়াস উদ্দিনের ছেলে মো. আরিফ, আব্দুল আজিজের ছেলে আমিুল, গাইবান্ধার সাঘাটা উপজেলার টইছড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদল, শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে আমলগীর এবং কুমারবাড়ির আলতাফ হোসেনের ছেলে কবীর।
সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারী কাজের সন্ধানে দুই সপ্তাহ আগে সাভার আসেন। তিনি পৌর এলাকার সবুজবাগ মহলায় একটি ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করছিলেন।
ঘটনার বিবরণে এসআই ইলিয়াস বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের মাশরুম সেন্টারের সামনে কাজের জন্য অবস্থান নেন ওই নারী। তখন পাঁচ ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনে দৈনিক ৫০০ টাকা হারে কাজের কথা বললে তিনি রাজি হন।
পরে তারা তাকে ডগরমোড়া এলাকায় একটি সাত তলা নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নিয়ে দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
ইলিয়াস বলেন, বাসায় ফিরে বাড়ির অন্যান্য সদস্যদের জানানোর পর সোমবার দুপুরে তিনি সাভার মডেল থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামিদের গ্রেপ্তারের পর ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।