November 26, 2024
আঞ্চলিক

সাবেক হুইপ সুজা’র সহধর্মিনী খোদেজা রশিদীর দাফন সম্পন্ন

 

 

 

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র সহধর্মিনী খোদেজা রশিদীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপি নেতা জাফর উল্লাহ খান সাচ্চু, আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যা. মিজানুর রহমান, মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন বাদশা, ওয়াহেদুজ্জামান, কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনা, শেখ মো. আবু হানিফ, বি এম কামরুজ্জামান, চৌধুরী রায়হান ফরিদ, শফিকুর রহমান পলাশ, কামরুল আলম মিন্টু, এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, মরহুমার ছেলে এস এম খালেদীন রশিদী সূকর্ণ, মো. মোতালেব মিয়া, ফয়েজুল ইসলাম টিটো, গাজী মোশাররফ হোসেন, আব্দুল হাই পলাশ, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আলমগীর সরদার, মো. হোসেনুজ্জামান হোসেন, মো. জামিল খান, পারভেজ হাওলাদার, ইলিয়াছ হোসেন লাবু সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে খোদেজা রশিদী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী বৃহস্পতিবার বাদ আসর টুটপাড়া মকবুল হোসেন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *