সাবেক হুইপ মোঃ আশরাফ হোসেনের আশু রোগমুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউটের সম্মানিত সভাপতি ও মহান জতীয় সংসদের সাবেক হুইপ প্রক্ষাত শ্রমিক নেতা মোঃ আশরাফ হোসেন দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকা রামপুরা ব্যাটার লাইফ হাসপাতাল, ১১ তলায়, ১১১৩ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউট এর কার্য নির্বাহী কমিটি ও সর্ব স্থরের, শ্রমিক-কর্মচারীগণ তার শারীরিক সুস্থতা ও রোগমুক্তিসহ মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেন।