সাবেক স্পীকার রাজ্জাক আলী’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বাব বার নির্বাচিত সাংসদ, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত স্পীকার শেখ রাজ্জাক আলীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দে ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন।
জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমান বিশ্বে মহামারী করোনা সংক্রমণে ধ্বস্ত। আমাদের দেশও তাতে আক্রান্ত হয়ে এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
এমতাবস্থায় ‘শেখ রাজ্জাক স্মৃতি পরিষদ’-এর পক্ষে সাধারণ সম্পাদক বেগম মাজেদ আলী এক বিবৃতি এ দুর্যোগময়কালে এ বর্ণাঢ্য ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী কোনো প্রকার আড়ম্বরপূর্ণভাবে না করার সিদ্ধান্ত জানিয়েছেন এবং সাথে সাথে দেশবাসীর নিকট প্রয়াতের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন।